Sunday, June 1, 2014

প্রোগ্রামিং যেন নয়, এ তো কবিতা!

আমার কাছে প্রোগ্রামিং হল এমন এক প্রকার কবিতা যা কোডিং দিয়ে লিখা হয়। কবি যেমন আপন মনের সকল প্রকার চাহুনী দিয়ে মনের ভাবগুলো তার কবিতার মাধ্যমে প্রকাশ করে, তেমনি প্রোগ্রামিং ও এক প্রকার কবিতা যেখানে প্রোগ্রামার নিজের সকল সৃজনশীল প্রতিভার গুণ আর কোডিং এর সাহায্যে ফুটিয়ে তুলেন এক একটি প্রোগ্রাম। কবির কবিতা যেমন মানুষের মনকে আনন্দ দিতে পারে, তেমনি একটি প্রোগ্রাম বা সামষ্টিক সফটওয়্যার অনেককে আনন্দ-বিনোদন থেকে শুরু করে নানা সহায়তা দিতে পারে।



কবিতা লিখার জন্যে একটি খাতা, একটি কলম আর একটি সুন্দর মনই যথেষ্ট। আর প্রোগ্রামিং করার জন্যে প্রয়োজন একটি কম্পিউটার আর কম্পাইলার/ইন্টারপ্রেটার সফটওয়্যার আর ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট থেকে শিখ আর নিজেই কোডিং কর। দেখবে একদিন তুমিও হয়ে উঠবে বিশ্বের শ্রেষ্ট প্রোগ্রামারদের একজন। হয়ত তোমাকেই নেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে দেখবে সেদিন মাইক্রোসফট, ফেইসবুক, গুগল। তবে তার জন্যে থাকা চাই উদ্যম, ধৈর্য আর প্রোগ্রামিং কোডিং এর প্রতি ভালোবাসা। কোডগুলোকে নিজের চেয়েও বেশী feel করতে হবে। তাহলে তোমাকে আর ঠেকাই কে? শুধু ধৈর্য ধর আর অপেক্ষা কর। কোন্‌দিন না এসে লাইন ধরে বিল গেটস আর জুকারবার্গ বাবুর দলরা।

No comments:

Post a Comment

পোস্ট সম্পর্কে মতামত দিন